গোলাম সামদানী কোরায়শী

গোলাম সামদানী কোরায়শী

গোলাম সামদানী কোরায়শী। বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা দিবস পদকপ্রাপ্ত লেখক, গবেষক, শিক্ষাবিদ। জন্ম : ২২ চৈত্র ১৩৩৬ বঙ্গাব্দ, ৫ এপ্রিল ১৯৩০ খ্রিস্টাব্দ মৃত্যু : ২৬ আশ্বিন ১৩৯৮ বঙ্গাব্দ, ১১ অক্টোবর ১৯৯১ খ্রিস্টাব্দ। পেশা : বাংলা একাডেমিতে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধানের সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু। প্রায় সাত বছর বাংলা একাডেমিতে চাকরির পর ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়ে আমৃত্যু এই শিক্ষকতা পেশাতেই নিয়োজিত ছিলেন। শিক্ষা : ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র হিসেবে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি মুমতাজুল মুহাদ্দেসীন টাইটেল পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হন। এরপর আবার শুরু করেন ইংরেজি মাধ্যমে পড়াশুনা। নাসিরাবাদ কলেজের ছাত্র হিসেবে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়ন এবং বাংলা সাহিত্যে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। প্রকাশিত গ্রন্থ: আত্মজীবনী: সিন্ধুর এক বিন্দু (সূচীপত্র)। অনুবাদ : ইবনে খলদুনের আল মুকাদ্দিমা (বাংলা একাডেমি), জিয়াউদ্দিন বারাণির তারিখ-ই-ফিরুজশাহী (বাংলা একাডেমি, পরে দিব্য প্রকাশ), ইকবালের আরমুগানে হেজাজ (ইকবাল একাডেমি), আনোয়ারে সুহায়ল নামক বিখ্যাত ফারসি গ্রন্থের অনুবাদ কালিলা ও দিমনা (বাংলা একাডেমি)। প্রবন্ধ: আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস (বাংলা একাডেমি), সাহিত্য ও ঐতিহ্য (মুক্তধারা), ইসলাম ও আমেরিকা (জাতীয় সাহিত্য প্রকাশনী), ঐতিহ্য অন্বেষা, পিতৃভাষা, আসামীর কাঠগড়ায়। জীবনী : বঙ্গবন্ধু শেখ মুজিব (শিশু একাডেমি), ছোটদের দুদু মিয়া (শিশু একাডেমি)। ছড়া : গোবদা সাধুর কোর্তা, ওলট পালট, আগডুম বাগডুম। সেমেটিক মিথোলজি অবলম্বনে উপন্যাস: স্বর্গীয় অশ্রু, মহাপ্লাবন, পুত্রোৎসর্গ, চন্দ্রাতপ। সংগঠক : ময়মনসিংহে বুদ্ধিজীবী সংগ্রাম শিবিরের সভাপতি, পঁচাত্তর ছিয়াত্তরে ময়মনসিংহের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, নব্বই-এর গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি।

গোলাম সামদানী কোরায়শী এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon